১ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৫ নভেম্বর, ২০২৫ - 15 November, 2025

হাকিমপুর পৌরসভার বহুমুখি উন্নয়নে ক্লাষ্টার ডেভলপমেন্ট প্লান শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

3 weeks ago
125


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর সভার বহুমুখি উন্নয়নে ক্লাষ্টার ডেভলপমেন্ট প্লান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক এর সহায়তায় এলজিএডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট ডেভলপমেন্ট প্রজেক্ট এর আওতায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সুধি সমাজ, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। কর্মশালায় বক্তারা দেশের দক্ষিন পুর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারন গ্রামীন ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই মুল উদ্দেশ্য বলে জানান।

পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) সাব্বির হোসেন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এলজিইডির সহকারি প্রকৌশলী সাইফুর রহমান হৃদয় সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সভাপতি ফরিদ খানসহ অনেকে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth