তারাগঞ্জে নৈশ্যপ্রহরদের বেঁধে হিমাগারে ডাকাতি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে এনএন হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে উপজেলার ইকরচালি ইউনিয়নের এনএন হিমাগারে এ ঘটনা ঘটে। পুলিশ ও হিমাগার কতৃপক্ষ সূত্রে জানায়, সংঘবদ্ধ ডাকাত দল রাত ২ টার দিকে হিমাগারের পিছন দিক দিয়ে হিমাগারে প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা কৌশলে হিমাগারের নৈশ্যপ্রহরী সোহেল রানা, মেশিন অপারেটন মঞ্জুরুল ইসলাম ও সুজন বাবুকে অস্ত্রেও মুথে জিম্মি করে তাদের বেঁধে ফেলে। ডাকাতেরা অফিস কক্ষে প্রবেশ করে সিন্দুক ভেঙ্গে নগদ ১২ লাখ ৫৪ হাজার ৯২০ টাকা, ৪০ ইঞ্চি রঙিন টিভি, সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। হিমাগারের মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম বলেন, ডাকাতেরা হিমাগারের পেছনের দিক দিয়ে হিমাগারে প্রবেশ করে মেশিন রুমে এসে দুজনকে অস্ত্রেও মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা অফিস রুমে নিয়ে গিয়ে নৈশ্রপ্রহরী সোহেল রানাসহ তাদের বেঁেধ মারধর করেন। অফিস কক্ষে গিয়ে সেখানে সিন্দুক ভেঙ্গে টাকা, টিভি, সিসিটিভির মেশিন নিয়ে চলে যায়। এনএন হিমাগারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, রাত প্রায় ৩টা দিকে হিমাগার থেকে ফোন করে জানানো হয় যে হিমাগারে ডাকাতি পড়েছে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ হিমাগারে চলে আসেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে ছুটে যাই। অভিযোগ এখন পর্যন্ত করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।