হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল, ডিমান্ড চার্জ, লোডচার্জসহ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল, ডিমান্ড চাজর্, লোড চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিদ্যুৎ অফিসের নানাবিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনগন। হিলিবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর, সরকার এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও আমরা ঠিকমত বিদ্যুৎ পাচ্ছিনা। সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে ৬ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এতে করে বন্দরের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে তেমনি সকল ব্যবসা বানিজ্যে বিঘ্ন ঘটছে। একই সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্নক ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে বলেও কোন লাভ হচ্ছে না তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। অচিরেই এই লোডশেডিং সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
পরে বিদ্যুতের লোডশেডিং সমস্যার আশু সমাধানে ব্যবস্থা নেওয়ার দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারন সম্পাদক নাজমুল হক, মুক্তিযোদ্ধা সামসুল আলম, লিয়াকত আলীসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।