বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরির দায়ে আটক ২

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন সাদুল্যাহপুর উপজেলার কান্তা নগর এলাকার উত্তর ভাঙ্গা পাড়া গ্রামের রকি উদ্দিনের পুত্র আব্দুল লতিব (৬৫) এবং মিঠাপুকুর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সিরাজ উদ্দিনের পুত্র আব্দুল করিম (৪০)।
স্থানীয়রা জানান, রাতে তারা ট্রান্সফরমার খুলে নীচে নামানোর সময় এলাকাবাসী হাতেনাতে আটকসহ মারপিট করে চোরদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এর আগেও এলাকাজুড়ে বিদ্যুৎ সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক সত্যতা স্বীকার করে বলেন ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।