১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টার মাথায় মারা গেলেন স্বামী

6 days ago
109


আমাদের ডেস্ক:

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার কাদিবাড়ী গ্রামে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এই দম্পতির মৃত্যুর খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। একই পরিবারের দুইজনের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গ্রামবাসী।

ভালোবাসার গল্প কখনো শেষ হয় না, মৃত্যুতেও নয়। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে। স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টার মাথায় মৃত্যুবরণ করেছেন স্বামী।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মো. জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। জীবনের প্রতিটি মুহূর্তে তারা ছিলেন পরস্পরের ছায়া, পরস্পরের ভরসা। কিন্তু হঠাৎই সেই ছায়া সরে যায়। শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন স্বামী জলিল মাস্টার। বিকেল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জলিল মাস্টার-আঞ্জুয়ারা বেগম দম্পতির সংসারে দুই ছেলে ও মেয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের ভালোবাসা ছিল সত্যিকার। একে অপরকে ছাড়া তারা কখনো বাঁচতে পারতেন না। তাই হয়তো একজন চলে যাওয়ার পর আরেকজনও থাকতে পারেননি।

ছোট ছেলে মো. রাকিবুল হাসান রকি বলেন, মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মা হঠাৎই মারা যান। বাবা হালকা অসুস্থ ছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকেই ভীষণ ভেঙে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর বাবাও চলে গেলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth