১৭ কার্তিক, ১৪৩২ - ০১ নভেম্বর, ২০২৫ - 01 November, 2025

মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্রে এটিএম আজহারুল ইসলাম

14 hours ago
39


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টি ৩০ মিনিট পর্যন্ত মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষকবৃন্দ দায়িত্বশীলভাবে কাজ করেন। উপজেলার মোট ১ হাজার ৩০০ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করেন। এ সময় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর ২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে এটিএম আজহারুল ইসলাম প্রতিটি পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তদারকি শিক্ষকদের নির্দেশনা দেন।শিক্ষার্থীদের মনোযোগ ও পরীক্ষার সুষ্ঠু আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিঁনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুশৃঙ্খল পরীক্ষা পরিচালনার পরামর্শ দেন।

মেধাবৃত্তি পরীক্ষার দায়িত্ব থাকা মোজাহিদুল ইসলাম জানান, কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণীর থেকেই দশম শ্রেণী পর্যন্ত স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এ পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি। মেধাবৃত্তি জন্য বিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেছে ও শিক্ষার্থীদের উৎসাহিত করেছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth