১৮ কার্তিক, ১৪৩২ - ০৩ নভেম্বর, ২০২৫ - 03 November, 2025

রংপুরে ভূমি ব্যবস্থাপনা সহজিকরণ ও রাজস্ব আদায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

8 hours ago
18


নিজস্ব প্রতিবেদক:

‘রংপুরে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয়’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা নভেম্বর) সকালে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী। রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ আবু জাফর।

প্রধান অতিথির বক্তৃতায় এ জে এম সালাউদ্দিন নাগরী বলেন, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণের মাধ্যমে সহজ ও উন্নত উপায়ে জনগণকে সেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। জনগণকে সব কিছুর মূল উল্লেখ করে তিনি বলেন, জনগণের যাচিত সেবা দেওয়ার জন্যই আমরা নিয়োজিত। সরকার ভূমি সম্পর্কিত সকল কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে। ভূমি সেবা সহায়তাকেন্দ্রের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এই সহায়তাকেন্দ্র মাঠ পর্যায়ে জনগণকে খুব সহজে সেবা প্রদান করে আসছে। জনগণের সময়, খরচ ও ভোগান্তি হ্রাসে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরো বাড়াতে হবে। তিনি কর্মশালায় অর্জিত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।  

সভাপতির বক্তব্যে মোঃ আবু জাফর বলেন, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করা হচ্ছে। অনলাইনে ভূমি সেবা প্রসঙ্গে তিনি বলেন, নামজারি, খাজনা ও কর অনলাইনে পরিশোধ করা সম্ভব হচ্ছে বলে ভূমি ব্যবস্থাপনায় হয়রানি অনেকাংশে হ্রাস পাচ্ছে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) মোঃ রেজাউল কবীর। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, রংপুর বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোঃ জহুরুল ইসলাম, জেলাপ্রশাসক মোঃ রবিউল ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে রংপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth