১৮ কার্তিক, ১৪৩২ - ০৩ নভেম্বর, ২০২৫ - 03 November, 2025

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্র বলৎকারের অভিযোগে মামলা : গ্রেফতার-১

7 hours ago
19


ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের বালাপাড়া গ্রামে এক স্কুল ছাত্র (১১) কে বলৎকারের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনায় পার্শ্ববর্তী উত্তরপাড়া গ্রামের মো: সাইফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ অক্টোবর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্র বাড়িতে একাই ছিল। বাড়ির লোকজন বাহিরে অবস্থান করার সুযোগে পার্শ্ববর্তী উত্তরপাড়া গ্রামের মৃত শনিবুল্লাহর ছেলে মো: সাইফুল ইসলাম বাড়িতে আসেন। এ সময় ওই ছাত্রকে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে খারাপ কাজ করতে চাইলে ছাত্রটি অস্বীকৃতি জানায়। পরক্ষণেই সাইফুল ইসলাম জোরপূর্বক ওই ছাত্রকে বলৎকার করে। তার চিৎকারে তার চাচাতো ভাই এসে আশ পাশের মানুষজনকে জানালে তারা এসে সাইফুল ইসলামকে আটক করে ওই ছাত্রকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা সাইফুল ইসলামকে মারপিট করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth