১৮ কার্তিক, ১৪৩২ - ০৩ নভেম্বর, ২০২৫ - 03 November, 2025

পানিতে ডুবে আছে,কৃষকদের রক্তঘামের ফসল রোপা আমন ধান

7 hours ago
25


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

"দুই দিনের হঠাৎ টানা ভারী বর্ষনের কারনে বন্যায় দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে আছে কৃষকদের রক্তঘামের ফসল রোপা আমন ধান। বুধবার দিবাগত রাতে ও শুক্রবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত টানা ভারি বর্ষণ হয়েছে। যার কারনে ঘরবন্দী হয়ে পড়ে জনসাধারণ। টানা বৃষ্টির কারনে গ্রামীণ রাস্তা ঘাট ও পুকুর খালে গ্রামে পানি ঢুকে পড়েছে। একারনে হতাশায় কপালে ভাঁজ পড়েছে কৃষকদের।

নেউলা গ্রামের কৃষক আমিনুল ইসলাম  বলেন,আমন ধানের জমিতে যে পরিমাণ পানি ঢুকে আছে তাতে দ্রুত নিষ্কাসন নাহলে ধানে গাছ গজিয়ে উঠবে। এতে করে কৃষকরা চরম ক্ষয়ক্ষতির মুখে পড়বে। যেদিকেই চোখ যায় সেদিকেই থইথই করছে পানি। প্রতিটি ব্রিজের মুখ দিয়ে নামতেই আছে স্রোত। কৃষকরা বলেন, শনিবার সকালে বৃষ্টি থামলেও আকাশে প্রচণ্ড মেঘ। হয়তো রাত থেকেই আবার শুরু হবে পানি। যে পরিমাণ পানি হয়েছে বছরের মধ্যে এত পরিমাণ বৃষ্টি হয়নি। নিচের জমিগুলো ডুবে যাবে। রোপা আমনের মারাত্মক ক্ষতি সাধন হবে যা আমাদের সর্বনাশ। শুধু রোপা আমনের ক্ষতি না পুকুরের মাছ বের হয়েছে প্রচুর পরিমাণে। টানা বৃষ্টির কারনে সবজি খেতও ক্ষতির মুখে পড়েছে।

উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার বলেন, চলমান  প্রাকৃতিক দুর্যোগে খানসামা উপজেলার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সার্বক্ষনিক মাঠে কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ অব্যাহত রেখেছে।কিছু ধান পড়ে গেছে এবং জমিতে পানি লেগে আছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth