বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত ও কৃষকদের ব্যাপক ক্ষতি
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
কয়েকদিনের বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত ও কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। গত চার দিন যাবত লাগাতার ঝুরঝুরে বৃষ্টি ও দমকা হাওয়ায় কৃষকদের রোপনকৃত আধাপাকা আমন ধানসহ শীতকালীন বিভিন্ন সবজী ও রবি ফসলের ব্যাপক ক্ষতিক্ষতির সম্মুখীন হয়েছে।
রবিবার ( ২ নভেম্বর ) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে , গত চারদিন ধরে চলমান একটানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠের ফসল মাটিতে নুয়ে পড়েছে । ফসলের মাঠ জুড়ে শুধুই পানিবন্দী আঁধা পাকা সোনালী ধানের ফসলের মাঠের ক্ষতির চিত্র। এ চিত্র দেখা গেছে উপজেলার দশটি ইউনিয়নে। মৌসুমের শেষ দিকে এসে এরকম দুর্যোগ ভাবাই মুশকিল। এর ফলে উৎপাদন কমে গিয়ে আমন ধান সহ বিভিন্ন শাকসবজীর বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে ।
সুন্দর খাতা গ্রামের বাসিন্দা কৃষক মো. মাসুম ইসলাম বলেন, আমার রোপনকৃত ধান নুয়ে পড়েছে সেই সাথে আগাম আলু, ফুলকপি, মরিচ বৃষ্টির কারনে নষ্ট হয়ে গেছে । আমার মত এ এলাকার কৃষকদের আমন ধান সহ শীতকালীন রবি শস্য,আলু , মুলা, ফুলকপি, বাঁধাকপি, পেয়াজ, লাউ, লাল শাক, পালং শাক, পুঁইশাকসহ বিভিন্ন জাতের শাকসবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে । ফলে এ এলাকার কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।
খগাখড়িবাড়ী গ্রামের কৃষক আব্দুর রহমান জানান, আমন ধান পাঁকার আগ মুহুর্তে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারনে আমার আমন ধান জমিতে পড়ে গেছে। জমিতে পড়ে যাওয়া ধান কাটতে অনেক সময় লাগবে, নিজে কাটতে না পারলে শ্রমিক দিয়ে কাটলে খরচ তুলতে পারব না। কি করবো সেটাই ভেবে পাচ্ছি না।
উপসহকারী কৃষিকর্মকর্তা শওকত আলী বলেন,কৃষকদের যে সব ধান জমিতে পড়ে গেছে সেগুলো কয়েকটি গাছ ঝুটি করে অর্থ্যাৎ লজিং আপ এর মাধ্যমে বেধে দেওয়ার জন্য কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি।
জেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমন ধানের ফসল সহ শীতকালীন শাকসবজি নুয়ে পড়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে । ক্ষয়গ্রস্থ কৃষকদের প্রয়োজনীয় সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সবুর বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমতে পারে । তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘলা থাকবে।
স্থানীয় কৃষকরা জানান, বৈরী আবহাওয়ার ফলে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কায় কৃষকদের মাঝে হতাশা তৈরি হয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন । তারা সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে পুনর্বাসনে আর্থিক সহায়তা দেয়ার জোর দাবি জানিয়েছে।