১৮ কার্তিক, ১৪৩২ - ০৩ নভেম্বর, ২০২৫ - 03 November, 2025

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন তিন গরু চোরের মৃত্যু

7 hours ago
23


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন তিনজনের মৃত্যু হয়েছে। গরু চুরি করে পালানোর সময় ধরা পরলে স্থানীয়দের গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

এলাকাবাসী জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকায় জনৈক সালামের বাড়ির গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীসহ গ্রামের সবাই মিলে মিলে লাঠিসোঁটা হাতে চোরকে ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের পালিয়ে যায়। পরে নাসিরাবাদ গ্রামবাসী গরু চোরের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করলে ৩ চোর স্থানীয় এক পুকুরে ঝাঁপ দেয়। এসময় এলাকাবাসী তাদের পুকুর থেকে উদ্ধার করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ২ চোর নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ আহত চোরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth