ফুলবাড়ীতে ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি
আঞ্চলিক প্রতিনিধি :
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। এতে ব্যাপক ক্ষতি সম্মুখীন হয়েছেন কৃষকেরা। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। টানা বৃষ্টিতে এমন অপ্রত্যাশিত ক্ষতি হওয়ায় প্রান্তিক কৃষকরা চরম হতাশায় ভুগছেন।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের নিচু জমিতে আমন ধানের গাছগুলো। প্রায় গুলো হেলে পরেছে। ধানের গাছগুলো আধা পাতা। এছাড়া যেসব গাছে এখনও ধান আসেনি সেগুলো কেটে গরু-ছাগলের খাবার হিসেবে ব্যবহার করেন অনেকে।
উপজেলা কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম ও আবদার আলী বলেন, ঝড়ো হাওয়ার কারণে আমাদের প্রত্যেকের এক থেকে দেড় বিঘার জমির ধান হেলে পড়েছে। শুধু আমাদের নয় ওই এলাকার অনেক কৃষকের কাঁচা ধান হেলে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, এ বছর উপজেলায় কৃষকরা ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করেছে। এর মধ্যে ৫ হেক্টর জমিতে আমন ধান ঝড়ো হাওয়ায হেলে পড়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে হেলে পড়া ধানের গাছগুলো তুলে আঁটি বেঁধে দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।