রাজারহাটে জুলাই গণঅভ্যূত্থান বর্ষপূতি পালন উপলক্ষে ‘২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে জুলাই গণঅভ্যূত্থান বর্ষপূতি পালন উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রেতিষ্ঠানে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানসহ অতিথিবৃন্দ বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এর আগে তিনি জুলাই গণঅভ্যূত্থান নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।