২৩ কার্তিক, ১৪৩২ - ০৮ নভেম্বর, ২০২৫ - 08 November, 2025

রাজারহাটে বাল্য বিবাহ প্রতিরোধে চ্যাম্পিয়ন অব চেঞ্জ কিশোর-কিশোরীদের সাথে টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

5 hours ago
15


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):      

কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিবাহ প্রতিরোধে চ্যাম্পিয়ন অব চেঞ্জ কিশোর-কিশোরীদের সাথে টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আয়োজনে বৃহস্পতিবার(৬ নভেম্বর)  সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার লিড(এসআরএইচ আর)  ফারজানা ফৌজিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক রেজিয়া খাতুন,  চাইল্ড নট ব্রাইড এর ফ্যাসিলিটেটর  নজরুল ইসলাম, রেজাউল করিম,  নাসরিন আক্তার, বকুল দাস, রিয়ামনি ও প্রেমা রানী প্রমূখ।  এসময় প্রধান অতিথি ইউএনও মো. আল ইমরান বলেন, আগের মতো বাল্য বিয়ে হওয়ার কথা শুনতে পারছি না। বাল্যবিয়ে হচ্ছে এ ধরনের কোন খবর কেউ দিচ্ছেও না। হয়তো রাজারহাট উপজেলায় বাল্য বিয়ে হচ্ছে না। এছাড়া অন্যান্য বক্তারা বাল্যবিবাহ বন্ধে তাদের মতামত তুলে ধরেন। দিনব্যাপী কর্মশালায় রাজারহাট উপজেলার সাত ইউনিয়নের কিশোর-কিশোরীরা অংশ গ্রহন করেন।   

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth