২৩ কার্তিক, ১৪৩২ - ০৮ নভেম্বর, ২০২৫ - 08 November, 2025

বিরলে বিএনপি’র ৩ মনোনয়ন প্রত্যাশীর একই মঞ্চে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

5 hours ago
28


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩ জন কারা নির্যাতিত মনোনয়ন প্রত্যাশী নেতা অন্যান্য কারানির্যাতিত নেতা-কর্মীদের সাথে নিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছেন।

শুক্রবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সভায় দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু ও জেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম একই মঞ্চে হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে যেন ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা ও সঞ্চালনা করেন সহসভাপতি ইস্কান্দার হাসান। সভামঞ্চে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা গোলাপ, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাকিম, সাবেক যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আল মামুন রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, আবু ইমরান প্রধান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, শাহ আলমসহ উপজেলা/পৌর এবং ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টা হতে পৌর এলাকার বিরল বাজার বকুলতলা মোড়ে কয়েক হাজার কর্মী-সমর্থকরা সাদা কাফনের কাপড় গায়ে জড়িয়ে রাস্তায় শুয়ে পড়ে সদ্য মনোনয়ন পাওয়া জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে মানি না মানবো না প্লেকার্ডে ছেয়ে যায়। পরে সমবেত নেতাকর্মীসহ সাধারণ জনগণ মৌন মিছিল নিয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ত্বরে এসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর আলোচনা সভায় মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা মনোনয়ন পাওয়া প্রার্থী মনোনয়ন পাওয়ার পরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বাবু শ্রী সতিশ চন্দ্র রায়ের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করায় তাঁকে আওয়ামী লীগ দোসর ও আওয়ামী লীগের সুবিধাভোগী ও পূণর্বাসনকারী বলে অভিযোগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth