পীরগাছায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন কালব 'ক' অঞ্চলের ডিরেক্টর ও উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান।
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,
উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার, রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আলিমুল রেজ্জা খাঁন জুয়েল, পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল,
উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান, রংপুর সদর উপজেলা চাকরিজীবি কো-অপারেটিভ ক্রেডিট সেক্রেটারী উজ্জল কুমার মিত্র, কালব লিমিটেড রংপুরের সহকারি জেলা ব্যবস্থাপক দিলীপ কুমার রায় প্রমুখ। এর আগে জাতীয় এবং সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ, ৩ জনকে শ্রেষ্ঠ শেয়ার, সঞ্চয় ও আমানতকারী হিসেবে পুরুষ্কার প্রদান, শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে জ্ঞানগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ক্রেষ্ট প্রদান এবং ১৭ জন এসএসসি এবং এইচএসসি কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।