২৪ কার্তিক, ১৪৩২ - ০৯ নভেম্বর, ২০২৫ - 09 November, 2025

গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

4 hours ago
132


নিজস্ব প্রতিবেদক:

"শিক্ষক-অভিভাবক একত্র হলে, শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে, অভিভাবক-শিক্ষক রাখবো হাতে হাত, গড়বো শিক্ষার আলোকিত জাত এ শ্লোগানে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে

রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে

অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  (ভারপ্রাপ্ত) এনামুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মোত্তালেব এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক, একরামুল হক, নুরুজ্জামান মিয়া, আবুল কাশেম, আব্দুল জলিল, নির্মল সরকার, ম্যানেজিং কমিটির সদস্য সবুজ মিয়া,

অভিভাবক ছোবহানা বেগম, তৌহিদ আহমেদ সুমন,নুরুন্নবী হাসান, মনোরঞ্জন রায়, নির্মল রায়, সাজু মিয়া।

এসময় প্রধান শিক্ষক এনামুল হক বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে।

সমাবেশে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth