প্রতিবন্ধী সেই লালমিয়ার পাশে ব্রাক
কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
ঝড়ের সময় বিছানায় সন্তানদের নিয়ে ছিলেন লাল মিয়া। হঠাৎ ভয়ার্ত শব্দে চোখ খুলতেই দেখেন টিনের ছাউনি উড়ে গেছে। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি। খোলা আকাশের নিচে কাটছে পরিবার নিয়ে তার দিনরাত। এনিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশিত করা হয়। এরপরই ভাগ্য বদলেছে প্রতিবন্ধী সেই লালমিয়ার।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ব্রাক অফিসের উদ্যোগে তাকে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। এসময়ে সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিবন্ধী লালমিয়া উপজেলার গাড়াগ্রাম পশ্চিম দলিরাম বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ও দুই সন্তানের জনক। হঠাৎ ঝড়ে তার ঘর উঠে যাওয়ার কারণে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করেন। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে কোন ধরনের কাজ করতে পারেন না। তার স্ত্রী আনুফা বেগম স্থানীয় একটি কারখানায় কাজ করে পরিবার ও সন্তানের পড়ালেখা চালান। তবে হঠাৎ ঝড়ে সবকিছু উঠে যাওয়ার পরে তাদের পক্ষে ঘর মেরামত করা সম্ভব হয়না। এনিয়ে সংবাদ প্রকাশের পরে ব্রাকের সহায়তায় তাকে একটি টিনের ঘর সামগ্রী দেওয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, আমি গণমাধ্যমে বিষয়টি দেখার পরে ব্রাক কর্মকর্তাকে অবগত করি। তিনি তাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী লালমিয়াকে একটি টিনের ঘর করে দেওয়ার ব্যবস্থা করেছেন।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, ব্রাক জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম, উপজেলা শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও ইমন মাহমুদ খান উপস্থিত ছিলেন।