২২ পৌষ, ১৪৩২ - ০৫ জানুয়ারি, ২০২৬ - 05 January, 2026

মশাল মিছিলে আবারো উত্তাল বিরল: দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবি

1 month ago
181


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

মশাল মিছিলে আবারো উত্তাল রাজপথ। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারো সহস্রাধিক মশাল জ্বলে উঠলো এখানকার রাজপথ। দুই উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানালো সংবাদমাধ্যমকে। এর আগে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা/পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল, মহিলাদল ও শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি পৌর বিএনপি'র কার্যালয়ের সম্মূখ সড়ক হতে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বকুলতলা তিন শহীদ চত্ত্বরে এসে বিশাল সমাবেশে রূপ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth