৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ২০ নভেম্বর, ২০২৫ - 20 November, 2025

হিলিতে মুল্য তালিকানা থাকা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

3 hours ago
22


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে মুল্য তালিকা না থাকায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও খাবারে নিষিদ্ধ দ্রব্যে রং মিশ্রনের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার দুপুরে হিলি বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক বোরহান উদ্দিন। এসময় সেখানে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

সহকারি পরিচালক বোরহান উদ্দিন জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে হিলির কাঁচা বাজারসহ নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। এসময় কিছু দোকানে মুল্য তালিকানা থাকা ও কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যপণ্যে হাইড্রোজ বা শালটুর ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth