৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ২১ নভেম্বর, ২০২৫ - 21 November, 2025

স্কুলের বার্ষিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না মার্জিয়ার প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

21 hours ago
17


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মার্জিয়া আক্তার (৮) নামে এক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় রামগঞ্জ সড়কের মোড়লেরডাঙ্গা জেলা মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকিম শাহের মেয়ে ও শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, আজ  স্কুলের ক্লাসের বার্ষিক অনুষ্ঠান (ক্লাস পার্টি) অংশ নেয় ছোট্ট মার্জিয়া। অনুষ্টানে সে নৃত্য পরিবেশনও করে।  দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মডেল মসজিদের সামনে তার পানির পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দুরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে রেখে কাছের হোটেল থেকে পানি আনতে যান চাচা।

ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মার্জিয়া।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিস্থিতি শান্ত করে স্বাভাবিক করে তোলে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে পুলিশ ট্রাকটি থানায় নিতে চাইলে উৎসুক জনতা গাড়িটি নিজেদের হেফাজতে রাখে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে চালক হেলপার পলাতক।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth