১০ অগ্রহায়ণ, ১৪৩২ - ২৫ নভেম্বর, ২০২৫ - 25 November, 2025

চিলাহাটির গোঁসাইগঞ্জ বন বিভাগের ট্রলি বোঝাই কাঠের লকসহ মিজান নামে এক ব্যক্তি গ্রেফতার

1 day ago
31


ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গোঁসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে ট্রলি বোঝাই করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথিমধ্যে জব্দ করে চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। এই ঘটনায় মিজান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ২৩শে নভেম্বর সকালে ঘটনাটি ঘটেছে গোঁসাইগঞ্জ বন বিভাগের পার্শ্ববর্তী এলাকা সাবেদ মেম্বার পাড়া আশরাফুলের বাড়ির খুলিতে।  গোপন সংবাদের ভিত্তিতে  চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই পলাশ চন্দ্র ও এএস আই হাবিবুর রহমান এর নেতৃত্বে  দুইজন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সাবেদ মেম্বার পাড়ায় আশরাফুলের বাড়িতে গিয়ে একটি ট্রলিতে ১৪টি কাঠের লক উদ্ধারসহ ট্রলি চালক মিজান (২৫) পিতা রশিদুল ইসলাম কে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। ট্রলি চালক মিজান কে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই কাঠের মালিক জাহাঙ্গীর আলম (৩০) সে প্রায় সময় গোসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে আমার মাধ্যমে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করে।

এ বিষয়ে, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ চন্দ্র জানান, ইতিপূর্বে গোসাইগঞ্জ বন বিভাগের দুই দুইটি মামলায় আমি তদন্ত অফিসার আজ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাঠের লক ভর্তি একটি ট্রলি উদ্ধার করি সেসময় বনদস্যু জাহাঙ্গীর দূর থেকে আমাদের লক্ষ্য করে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দিচ্ছিল আমি একটুখানি এগিয়ে গেলেই সে স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলিচালক মিজানকে গ্রেপ্তার করে ট্রলিসহ চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসি এবং জব্দকৃত মালের তালিকা ও গ্রেফতারকৃত মিজানকে ডোমার থানা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম মিজানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth