১০ অগ্রহায়ণ, ১৪৩২ - ২৫ নভেম্বর, ২০২৫ - 25 November, 2025

ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়নের আয়োজনে গোলকাব ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

1 day ago
26


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়নের আয়োজনে গোলকাব ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাণীগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে ৩নং সিংড়া ইউপির গোলকাব ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এই টুর্নামেন্টের ১০টি দলে এ খেলা অংশগ্রহণ করে। প্রত্যন্ত এই মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হয় ৩নং সিংড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বনাম ৫ নং ওয়ার্ড।  ৫নং ওয়ার্ড ১-০ গোলে ২ নং ওয়ার্ডকে পরাজিত করেন। টুর্নামেন্টের সভাপতি বলেন, "সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে এবং মোবাইল আসক্তি থেকে দূরে সড়ে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োাজন করা হয়েছে।"এসময় উপস্থিত ছিলেন সাবেক ৩নং সিংড়া ইউপির চেয়ারম্যান সারোয়া হোসেন এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth