২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

শিক্ষা প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রের ছুরিকাঘাতে দশম শ্রেণীর ছাত্র গুরুতর আহত

1 week ago
95


ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় এক শিক্ষা প্রতিষ্ঠানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার জিলা পরিষদ স্কুল এন্ড কলেজ  ভেতরেই দ্বাদশ শ্রেণীর এক ছাত্র প্রকাশ্যে দশম শ্রেণীর এক ছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে। আহত শিক্ষার্থী

 ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের বাসিন্দা আল-আমিন।

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, বিদ্যালয় প্রাঙ্গণে দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রটি ধারালো ছুরি বের করে দশম শ্রেণীর ছাত্রের পেটে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা দ্রুত আহত ছাত্রকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে আহত ছাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন। ঘটনার পর বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী সহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। নাম প্রকাশে একজন শিক্ষক বলেন,“এ ধরনের ঘটনার কোনো যৌক্তিকতা নেই। বিদ্যালয়ে অস্ত্র নিয়ে প্রবেশ সুনির্দিষ্টভাবে অপরাধ। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। ভবিষ্যতে নিরাপত্তা জোরদার করা হবে।” অভিভাবক সমাজ এ ঘটনায় গভীর ক্ষোভ  প্রকাশ করেছে। তারা বলেন, “বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও কর্তৃপক্ষকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।”এ ঘটনায় ভুক্ত ভোগীর পরিবার থানায় অভিযোগ করায় মামলা প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth