২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

1 week ago
36


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে মিলন চন্দ্র নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকায় এই ঘটনা ঘটে। মিলন চন্দ্র ওই এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আর্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন শিশুটির পরিবারের লোকজন।  তখন সবার অগোচরে বাড়ির টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে পড়ে যায় শিশুটি। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক সময় গর্ত থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth