বিরলে শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিরল আর্দশ সরকারী উচ্চ বিদ্যালয় ও বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।
মঙ্গলবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় ও শিশু এবং যুব ফোরামের আয়োজনে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের মাধ্যমে একটি ক্যাম্পেইন পরিচালনা করেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, তিথী সিং, গোলাম সাকলায়েন, জুনিয়র প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রায়।
ফুটবল খেলাটি উৎসবমুখর পরিবেশে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন হয়। ফুটবল ম্যাচ পরিচালনা করেন রেফারি আহসান হাবীব আপেল। এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী ও অন্যান্য সকলের মধ্যে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সর্ম্পকে সচেতন করার বিষয়টি তুলে ধরা হয় এবং শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে আরো সচেতন হতে আহবান জানানো হয়।