২৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

পীরগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

2 hours ago
23


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা"এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, মৎস্য অফিসার কাওছার আহম্মেদ ও সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা, যা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে জানিয়ে বলেন "দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণদের সততা ও নৈতিকতার উপর। তারুণ্যের শক্তিই পারে আগামীর শুদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে।"

তিনি আরও যোগ করেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে এবং এর সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং দুর্নীতি দেখলে প্রতিবাদ করার মানসিকতা তৈরি করতে হবে।

আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ (দুপ্রক), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth