সৈয়দপুর প্লাজায় অভিযানে বিদেশি মদ উদ্ধার, দোকান মালিক আটক
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৷
সৈয়দপুর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ঝুমকা ফ্যাশন এন্ড স্পোর্টস কর্নার নামের একটি দোকান থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে আটক করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৈয়দপুর শহরের ওই এলাকায় অবৈধ মাদক সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৯টায়
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই শেষে অভিযান চালানো হয়। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দোকান মালিককে আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকৃত বিদেশি মদ জব্দ তালিকা ভুক্ত করে থানায় পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশ আরও জানায়, মাদক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো, হয় ৷