তারাগঞ্জে মহান বিজয় দিবস পালিত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ৬টা ৪২ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় স্থানীয় সরকারী ডিগ্রী কলেজ মাঠে পুলিশ, আনসার বাহিনী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাববর হোসেন দুপুর ১২ টার দিকে সরকারি মডেল প্রাথমিক মাঠে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।