রংপুর১ আসন: জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে (গংগাচড়া উপজেলা ও রংপুর মহানগরের ১-৯ নং ওয়ার্ড) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মতবিনিময় সভা বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার আনুর বাজারস্থ প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়ন ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাকে লাঙ্গল প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করবেন।
সভায় উপস্থিত জাতীয় পার্টির নেতা-কর্মীরা স্থানীয় প্রার্থীর দাবী পূরণ হওয়ায় দীর্ঘদিনের বিভাজন ভুলে একতাবদ্ধভাবে ব্যারিস্টার মঞ্জুম আলীর নির্বাচনী কার্যক্রমে জোড়ালো ভূমিকার মাধ্যমে তাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম ফারুক, যুগ্ন আহ্বায়ক সাজু আহমেদ লালসহ রংপুর -১ আসনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক সুজাউদ্দৌলা সাগর।