১১ পৌষ, ১৪৩২ - ২৫ ডিসেম্বর, ২০২৫ - 25 December, 2025

বেরোবি প্রেসক্লাবের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

5 hours ago
29


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারটির উন্মোচন করেন।

ক্যালেন্ডার উন্মোচনকালে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সত্য, নৈতিকতা ও দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ চর্চা। আমি আশা করি, বেরোবি প্রেসক্লাব সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের দায়বদ্ধতা বজায় রাখবে।

নতুন বছরের কার্যক্রমের জন্য প্রেসক্লাবকে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth