১৬ পৌষ, ১৪৩২ - ৩০ ডিসেম্বর, ২০২৫ - 30 December, 2025

কাউনিয়ায় সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা কারাগারে

4 hours ago
44


কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হরিচরণ বর্মন (৬০) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার তাকে জেলা সদর থানায় রুজু হওয়া সন্ত্রাস বিরোধী আইনের ধারার মামলায় গ্ৰেফতার দেখিয়ে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।

গ্ৰেফতার হরিচরণ বর্মন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত্যু দেবেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে এবং ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, জেলা সদর থানায় গতবছর রুজু হওয়া সন্ত্রাস বিরোধী আইনের ধারার মামলার আসামী হরিচরণ বর্মন। তাকে গতকাল সোমবার তার দিক নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু এলাকা থেকে আটক করে মঙ্গলবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

রংপুর আদালত সূত্র জানায়, সন্ত্রাস বিরোধী আইনের ধারার মামলার আসামী গ্ৰেফতার হরিচরণ বর্মনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth