গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুত্যুতে শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন আরপিইউজের সভাপতি আলহাজ¦ সালেকুজ্জামান সালেক, সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, প্রচার সম্পাদক রেজওয়ান রনি, ক্রীড়া সম্পাদক রাফাত হোসেন বাধন, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান চান, পাঠাগার সম্পাদক সাহানুর রহমান, কার্যকরী সদস্য হুমায়ন কবির মানিক, কামরুল ইসলাম চুন্নু, নজমুল ওহাব টিপু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তার মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। কারণ বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। বিশেষ করে সামরিক শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে নেতৃবৃন্দ মনে করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও পরম করুণমায়ের নিকট জান্নাতের মর্যাদপূর্ণ স্থানে আসীনের প্রার্থনা করছি। আমিন।