১৬ পৌষ, ১৪৩২ - ৩০ ডিসেম্বর, ২০২৫ - 30 December, 2025

রংপুর-৪ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

4 hours ago
22


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সাতটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) শেষদিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছে। এর আগেও কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র কাউনিয়া ও পীরগাছা উপজেলায় সহকারি রিটার্নিং কর্মকর্তার জমা দিয়েছে।

মনোনয়ন জমা দিয়েছেন যারা তারা হলেন, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক ভরসা, জাতীয় নাগরিক পার্টি শাপলা কলির প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের শাহ মো: মাহবুবার রহমান, ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক (মার্কসবাদী) দলের মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমা, জাতীয় পার্টি (আনিস-রুহুল) দলের প্রার্থী আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফতদ মজলিশের মনোনীত প্রার্থী আবু সামহা, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী উজ্জল চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও শাহ আলম বাসার।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্র জানায়, শেষদিনে দিনভর প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীদের সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা এবং কাউনিয়া ও পীরগাছায় সহকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, সব প্রার্থীদের মনোনয়ন জমাদানকালে কোন ধরণের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়েছেন ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth