৪ মাঘ, ১৪৩২ - ১৭ জানুয়ারি, ২০২৬ - 17 January, 2026

ফুলবাড়ীতে দুর্বৃত্তের বিষাক্ত কীটনাশকে পুড়ে গেছে ভুট্টা ক্ষেত

2 hours ago
30


ভুট্টা ক্ষেতের সাথে শত্রুতা ,

আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্বৃত্তের ছুড়ে দেওয়া কীটনাশকে পুড়ে গেছে এক দরিদ্র কৃষকের এক একর জমির ট্টা ক্ষেত। অসহায় ওই উপায়ন্ত না পেয়ে অভিযোগ দায়ের করেছে থানা পুলিশে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার সোনাইকাজি গ্রামের জেগে উঠা ধরলার চরে।

জানা গেছে, উপজেলার সোনাইকাজি গ্রামের আবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম তাদের ধরলায় ভেঙে যাওয়া জেগে উঠা নদীর চরে এক একর জমিতে ভুট্টার ক্ষেত লাগান। গাছগুলো প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা হতেই রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের আবাদকৃত ট্টা ক্ষেতে কে বা কাহারা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে দেওয়ার মত করে।

ক্ষতিগ্রস্থ কৃষক ফেরদৌস আলম জানান, পৈত্রিক সূত্রে পাওয়া একর জমিই তার একমাত্র সম্বল। সেই জমিতে ধার দেনা করে ভুট্টা ক্ষেত লাগিয়েছেন। আবাদ ভালো হলে তা বিক্রি করে পাওনা পরিশোধসহ ছেলে-মেয়েদের পড়াশোনা, চিকিৎসা সংসারের সব খরচ চালান স্বপ্ন ছিল কিন্তু সেটা হলো না। আমার সঙে শত্রুতা করে সমস্ত কিছু ধ্বংস করে দিল দুবৃৃত্তরা। আমার ক্ষতি হয়েছে  প্রায় লাখ থেকে লাখ ২০ হাজার টাকার মত।

ফুলবাড়ী থানা উপপরিদর্শক (দারোগা ) মনজুরুল ইসলাম জানান অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth