নির্বাচন ঘিরে তারাগঞ্জ উপজেলাতে রাতে পুলিশ টহল
আব্দুর রহিম, রংপুর সদর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে রংপুর জেলার তারাগঞ্জ থানা পুলিশ। তারাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে রাতে গ্রাম ও হাট-বাজারে জোরদার করা হয়েছে পুলিশের টহল। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রুহুল আমিন জানান, নির্বাচনকে ঘিরে কোনো মহল যেন কোনো ধরনের -নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য রাতে / দিনে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও শান্তিতে থাকতে পারে, সেটিই এখন পুলিশের মূল লক্ষ্য। ওসি রুহুল আমিন আরও জানান, তারাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত পুলিশের টহল পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে। তারাগঞ্জ উপজেলাতে কোন ধরণের দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই থানাতে জানাবেন।