৪ মাঘ, ১৪৩২ - ১৭ জানুয়ারি, ২০২৬ - 17 January, 2026

পীরগঞ্জে মামলার জের ধরে চলাচলের রাস্তা বন্ধ, ৪ পরিবারের ভোগান্তি

2 hours ago
8


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে চলাচলের রাস্তার মাটি কেটে হালচাষ করায় ৪ বাড়ির অর্ধশতাধিক মানুষের চালাচলের ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  গত শুক্রবার সকালে উপজেলার মিঠিপুর ইউনিয়নের গবরা কুতুবপুর গ্রামে।

জানা গেছে, গবরা কুতুবপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে দুদু মিয়া পৈত্রিক জমির ভাগবাটোয়ারার বিষয় নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ চলছিল। দুদু মিয়া ভাগবাটোয়ারা জন্য রংপুর আদালতে মামলা দায়ের করেন যাহার মামলা নং - ২৯০/২৫। মামলার খবর পেয়ে বিবাদীগং গত ২০ বছর আগের যাতায়াতের একমাত্র রাস্তার মাটির সরিয়ে হালচাষ দিয়ে বৃক্ষ রোপণ করে।  যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ায় দুদু মিয়া, রওশান মিয়া, সাজ্জাদ এবং শামীম মিয়া ৪ পরিবারের লোকজন অসহায় অবস্থায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে।

 ভুক্তভোগী ৪ বাড়ির লোকজন বলছেন, তাদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছে। স্থানীয় ভাবে বিষয়গুলো মিমাংসার জন্য চেষ্টা করা হয়। প্রতিবেশী মৃত মান্নান মিয়ার ছেলে বাবলুগংরা আপোষ মিমাংসার পক্ষে না থাকায় আদালতে মামলা দায়ের হয়। এতে করে বাবলু মিয়া ও তার লোকজন  ক্ষিপ্ত হয়ে ১০/১২ জন ব্যক্তি ওই দিনে যাতায়াতের রাস্তার মাটি কেটে সাবাড় করে এবং দীর্ঘদিনের রাস্তার কোন চিহ্নটুকুও রাখেনি তারা। ভুক্তভোগী পরিবারগুলো পক্ষ থেকে দুদু মিয়া ৭ ব্যাক্তির নামে পীরগঞ্জ থানায় অভিযোগ দিয়েছে। যাতায়াতের রাস্তার বন্ধ হওয়ার কারনে পরিবারের লোকজন চরম হতাশায় ভুগছেন।

বিবাদী বাবলু মিয়ার লোকজন বলেন, তাদের ভিতর দিয়ে রাস্তা ছিল সেই রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের জমির উপর দিয়ে রাস্তা তৈরি করে যাতায়াত করে। আমাদের জমির উপর দিয়ে কোন রাস্তা ছিল না এবং রাস্তা আমরা দিব না।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সোহেল রানার সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth