ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ : নিহত ৫
ঢাকা অফিস:
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা সবাই অটোরিকশার যাত্রী।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের বালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন।
তিনি বলেন, ‘যাত্রী নিয়ে অটোরিকশাটি বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।’