১৯ আশ্বিন, ১৪৩১ - ০৪ অক্টোবর, ২০২৪ - 04 October, 2024

অন্ধ হাফেজ চাঁন মিয়ার আকুতি

আমাদের প্রতিদিন
1 year ago
470


 

ঢাকা অফিস:

জামালপুরের দেওয়ানগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) কোরআনের হাফেজ চাঁন সদাগর হাতিভাঙ্গা ইউপির আমখাওয়া পূর্বপাড়ার বাসিন্দা।

হাফেজ চাঁন সদাগর জানান, যখন তার বয়স ৩ বৎসর সে সময় ভয়ানক গুটি বসন্তে আক্রান্ত হয়ে তার দুইটি চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। ১৯৭১ এ শিশু বয়সে পাকহানাদারা তার বাবাকে ধরে নিয়ে হত্যা করে। পরবর্তীতে বাবার শোকে তার মাও মারা যায়।

এতিম দৃষ্টি প্রতিবন্ধী শিশুর প্রতি এক ইংরেজ নারী তাকে ঢাকা নিয়ে আসাদগেইট এক স্কুলে ভর্তি করে দেন। সেখানে হাতের স্পর্শে পড়া লেখার পাশাপাশি তেজগাঁও ইসলামী মিশন মাদরাসায় ভর্তি হয়ে ব্রেইল পদ্ধতি কোরআন মাজিদসহ অন্যান্য শিক্ষা লাভ করেন।

বর্তমানে প্রতিবন্ধী চাঁন সদাগর এর ব্রেইল পদ্ধতির তাফসিরুল কোরআনখানি নষ্ট হয়ে গেছে। সে কারণে তিনি কোরআন তেলাওয়াত পাশাপাশি শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দিতে পারছেন না। তাই তিনি কর্মহীন হয়ে পড়েছেন।

চার সদস্যের পরিবার অভাব অনটনের। ব্রেইল পদ্ধতির তাফসিরুল কোরআন ক্রয় করার সামর্থ নেই তার। তাই সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে ব্রেইল পদ্ধতি একটি কোরআন শরীফ ক্রয়ের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth