১৯ আশ্বিন, ১৪৩১ - ০৪ অক্টোবর, ২০২৪ - 04 October, 2024

শেরপুরে ডেঙ্গু কেড়ে নিলো সাবেক ইউপি সদস্যের প্রাণ

আমাদের প্রতিদিন
1 year ago
456


 

ঢাকা অফিস:

শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান (৭০) মারা গেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যায়।

মৃত মজিবর রহমান সদর উপজেলা চরশেরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রাগী ভর্তি আছেন। মৃত মজিবর রহমান গত ১৬ নভেম্বর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরপুর জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মাে. খায়রুল কবীর সুমন ঢাকা পোস্টকে বলেন, মজিবর রহমান গত ১৬ নভেম্বর বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth