১ চৈত্র, ১৪৩১ - ১৫ মার্চ, ২০২৫ - 15 March, 2025

একসঙ্গে ৪ বাছুরের জন্ম!

আমাদের প্রতিদিন
2 years ago
558


আমাদের ডেস্ক:

শেরপুরের নকলায় একটি গাভি একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। বাছুরগুলো দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

গত ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা গ্রামের কৃষক শফিকুল ইসলামের গাভি বাছুরগুলোর জন্ম দেয়।

সোমবার (৬ মার্চ) কৃষক শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, বিরল এ ঘটনা শুনে ওই গাভি ও বাছুরগুলো একনজর দেখতে দূর-দূরান্ত শত শত মানুষ ভিড় করেছেন। একসঙ্গে প্রসব হওয়া চারটি বাছুর দেখে অনেকে অবাক হচ্ছেন।

কৃষক শফিকুল ইসলাম জানান, গত বছর ফ্রিজিয়ান শংকর জাতের গাভিটি ৯৭ হাজার টাকা দিয়ে কেনেন। কেনার সময় গাভীটির স্বাস্থ্য খুবই খারাপ ছিল। স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শে গাভিটিকে কৃমির ওষুধ খাওয়ানোর কিছুদিন পর স্বাস্থ্যবান হয়ে ওঠে। পরে গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয় বলে জানান তিনি। ২৭ ফেব্রুয়ারি বাছুর দেয়ার উপসর্গ দেখা দিলে স্থানীয় পল্লি পশু চিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় একে একে ৪টি বকনা বাছুরের জন্ম হয়।

বর্তমানে গাভি ও চারটি বাছুরই সুস্থ রয়েছে। বাছুরগুলো কিছুটা ঝুঁকিতে থাকায় সারাক্ষণ মশারির ভেতরে রাখার পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth