গঙ্গাচড়ায় বন্যার্তদের মাঝে ইউএনও'র খাবার বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার ফলে উপজেলার তিস্তাবেষ্টিত ইউনিয়নের চরাঞ্চলের অধিকাংশ এলাকায় পানি প্রবেশ করে। এতে বসবাসরত কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়। গত ৩ দিন আগে তিস্তার পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব পরিবার পানিবন্দি হয়। তবে পানি নেমে গেলেও এখনও কিছু কিছু বাড়িতে সামান্য পানি রয়েছে আবার কিছু বাড়িতে কাঁদা মাটির মাঝে রয়েছে। এসব পরিবার এখনও রান্না ঠিকমত করতে না পারায় খাবার সমস্যা দিন কাটছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করছেন। গতকাল মঙ্গলবার মর্নেয়া ইউনিয়নের বন্যার্তদের শুকনো খাবার হিসেবে চাল, ডাল, চিড়া, চিনি, লবন ও তেল বিতরণ করেন। বিতরণের মর্নেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এর আগের দিন সোমবার তিনি লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি বাগেরহাট এলাকা খাবার বিতরণ করেন। ইউএনও নাহিদ তামান্না বলেন, বন্যার্তদের শুকনো খাবার সহায়তা দেওয়ার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া আছে। সে বরাদ্দ থেকে দেওয়া হচ্ছে। শুকনো খাবার হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার তেল এর একটি করে প্যাকেট দেওয়া হচ্ছে।