কোতয়ালী সদর থানার বীট পুলিশিং সেভা চলমান
আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর কোতয়ালী সদর থানার বীট পুলিশিং সেভা চলমান, রংপুর সদর উপজেলার , পাঁচ ইউনিয়নে বীট পুলিশিং সেভা কাজ চলমান রয়েছে। রংপুর কোতয়ালি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিভ মাহমুদ সাংবাদিককে বলেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বীট পুলিশিং সেবার গতি বাড়ানো হয়েছে, রাতে পুলিশ টহল বাড়ানো হয়েছে যাতে রাতে কোনো গ্রামে চুরি না হয়। ওসি জনসাধারণ জন্য থানা দিন- রাত ২৪ ঘণ্টা সেবার দ্বার উন্মুক্ত রাখার ঘোষণা দেন। প্রতিটি ইউনিয়নে বীট পুলিশের দায়িত্ব প্রাপ্ত অফিসার রয়েছে। (ওসি) অলিভ মাহমুদ আরো বলেন রংপুর সদর উপজেলাতে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, জুয়া, লুডু, মোবাইল ক্যাসিনো , জঙ্গী ও আত্মহত্যা নিরোধ কল্পে সচেতন মুলক প্রচার প্রচারণা চালিয়ে যাইতেছি। জনসাধারণ এখন থানায় এসে নির্ভয়ে মন খুলে তাদের সমস্যার কথা বলুন, কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে কিংবা দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।