৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

বিপুল উদ্দীপনায় সুন্দরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
1 month ago
76


আসাদুল ইসলাম, সুন্দরগঞ্জ:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামাণিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রুটেক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন সরকার।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম, সদস্য সচিব মতিয়ার রহমান। ছাত্রদলের আহ্বায়ক রিয়েল আহমেদ, সদস্য সচিব হারুনুর রশিদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth