পীরগাছায় কালুরঘাট ব্রীজের নিচ থেকে মাটি বিক্রির দায়ে ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড: ট্রাক্টর জব্দ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (২০ ডিসেম্বর) শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হক সুমন উপজেলার নগরজিৎপুর কালুরঘাট ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্পট থেকে ২টি কাকড়াসহ ৩ ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতারকৃতদের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন মাইটাল গ্রামের বাহার আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২), নগরজিৎপুর গ্রামের মেহের আলীর ছেলে মমিনুল ইসলাম (৩৫), আনন্দি ধনিরাম গ্রামের নয়া মিয়া মেম্বারের ছেলে মাসুদ রানা (৩৮)।
জানা যায়, কালুরঘাট ব্রীজ এলাকার জনৈক আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন থেকে ঘাঘট নদী থেকে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। গত ৪ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হলে প্রশাসনে তৎপরতা দেখা দেয়। তখন বালু ব্যবসায়ীরা গা ঢাকা দিলেও বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি পূনরায় তার অবৈধ কার্যক্রম শুরু করেন। গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ট্রাক্টরসহ ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের দুই মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩-এর ৭ ক ধারা লঙ্ঘনের অপরাধে ৩ জনকে একই আইনের ১৫(১) ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। অভিযুক্ত আঙ্গুর মিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, দন্ডপ্রাপ্তদের পীরগাছা থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে বালু জব্দ ও ট্রাক্টর দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।