রংপুরে বিশিষ্ট ডাঃ নজরুল ইসলাম আর নেই
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, রংপুর জেলার সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ নজরুল ইসলাম (৫৮) আর নেই। ( ইন্না লিল্লাহি ...রাজিউন), তিনি গত (২১ ডিসেম্বর) শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার একটি বে সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ডাঃ নজরুল ইসলাম মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ সহকারি পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার ১ম জানাজা নামাজ রবিবার সকাল ৯.০০টায় রংপুর নগরীর সাতগাড়া মাস্টারপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় । পরে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পূন্ন করা হয় । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, রংপুর জেলার সকল সদস্যবৃন্দ।