হারাগাছে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ একজন গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল সহ বুলবুল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে (২৪ ডিসেম্বর) উপজেলার হারাগাছ পৌরসভার সারাই কাজিপাড়া কসাইটারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। বুলবুল হারাগাছ পৌরসভার সারাই কাজিপাড়া কসাইটারী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
বুধবার (২৫ ডিসেম্বর) আটক বুলবুল মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম সোহেল।
ওসি জানায়, সেনাবাহিনী ও পুলিশ মঙ্গলবার হারাগাছ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সন্ধা ৭টার দিকে তাদের কাছে তথ্য আসে সারাই কাজিপাড়া কসাইটারী গ্রামে এক বাড়ীতে বিক্রির জন্য ফেনসিডিল মজুত রয়েছে। যার ভিত্তিতে যৌথ বাহিনী ওই গ্রামে মাদক কারবারী বুলবুলর বাড়ীতে অভিযান চালায়। এসময় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতে টের পেয়ে বুলবুল বাড়ী থেকে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে যৌথ বাহিনী। পরে বুলবুলের দেওয়া স্বীকারুক্তিতে তার বসতঘরের ভিতরে বস্তা থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনী। এছাড়া বুলবুলের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ৬০টি সিম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম সোহেল বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আটক বুলবুলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।