রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ (২ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কলেজ রোড প্রধান কার্যালয় প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান মন্ডল । সাধারণ সভায় রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মানিকের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল লতিফ সরকার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, জামিয়াতুস সুন্নাহ বায়তুল আমান মাদ্রাসা কমিটির সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, রংপুর বিভাগীয় দাহ পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দিক হোসেন মংলা সহ অন্যান্য নেতৃবন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস সিচব মোঃ রফিকুল ইসলাম সঞ্জু। ত্রি-বার্ষিক সাধারণ সভায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তভুক্ত দুই তৃতীয় অংশ প্রায় ৪ হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শ্রমিকদের সম্বতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তারা হলেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু , সদস্য আমীর হোসেন, মোঃ রবিউল ইসলাম ড্রাইভার, মোঃ আফজাল হোসেন ড্রাইভার, মোঃ মহিউদ্দিন চিশতী।