গঙ্গাচড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সেমিনার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, তথ্যসেবা কর্মকর্তা তাসনিম খুশবি সরকার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।