গোবিন্দগঞ্জে ভোরের দর্পন পত্রিকার ২৫ বছর পুর্তি উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দৈনিক ভোরের দর্পন পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রেস ক্লাব ভবনে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে পত্রিকার উপজেলা প্রতিনিধি গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবিএস লিটনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র নব নির্বাচিত সভাপতি গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সভাপতি খোকন আহম্মেদ ও গোপাল মোহন্ত, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রাহেনুল হক সরকার ও হাজ্বী এস.এম রাসেল কবির, সহ-সভাপতি মন্জুর হাবীব মন্জু, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক বিএসসি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, সদস্য আব্দুল হান্নান আকন্দ, রবিউল হাসান বিপ্লব ও অজয় চাকী প্রমূখ।